পায়ে হেঁটে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে এলাকা ঘুরে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ২১ জুলাই কলকাতায় দলের শহিদ দিবসের সভা সফল করতে প্রায় ১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে এলাকা ঘুরে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

জানা যায় শুক্রবার সকাল ১০ টা নাগাদ তুলসীহাটা থেকে কুশিদা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পথযাত্রা করে জয়হিন্দ বাহিনীর সদস্যরা বাসিন্দাদের যোগ দেওয়ার আর্জি জানিয়ে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে যাত্রা করেন। এদিন ট্যাবলোর মাধ্যমে মাইক প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেয় কথা তুলে ধরেন।২০২৪ এ দিল্লির মসনদে প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায় দেশের মানুষ।
এদিন জয়হিন্দ বাহিনীর মালদা জেলার সাধারণ সম্পাদক রতন সাহার পায়ে পা মেলানেন জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী,মালদা জেলা তৃনমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মালদার, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *