উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- প্রতিবেশি এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেঠকলোনীর ফুলতলা এলাকায়।অভিযোগ এলাকার গৃহ শিক্ষক রঘুনাথ রায় এলাকার এক পঞ্চম শ্রেনীর ছাত্রীকে নিজের বাড়িতেই পড়তে আসতো পড়ুয়ারা।আজ নবাবালিকার বাবা মেয়ের বাড়িতে আসতে দেরি হওয়ায়, মেয়েকে গৃহ শিক্ষকের বাড়িতে ডাকতে গিয়ে দেখে দুজনে বিবস্ত্র অবস্থায় রয়েছে।বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।উত্তেজিত জনতা বেধরক মারধর শুরু করে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয়।এরপর শিক্ষক রঘু রায়কে তল্লাশি শুরু করা হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।পড়ে স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় এক বাড়ি থেকে উদ্ধার করে অভিযুক্ত রুঘুনাথ রায় কে আটক করে থানার নিয়ে আসে পুলিশ।নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিক্ষিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্তর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে।পুলিশ ঘটনার পূর্নাঙ্গ তদন্তে নেমেছে।
নাবালিকার বাবা জানান,আজ রথ যাত্রা উপলক্ষ্যে মেলায় দোকান নিয়ে যাবেন,সেই কারণে উনান ধরানোর জন্য গৃহশিক্ষক রঘুনাথ রায়ের বাড়িতে গেলে দেখতে পায় দুজনে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।পড়ে জানতে পারে বেশ কিছু দিন ধরে তার মেয়েকে ধর্ষন করছে। এবং ভয় দেখায় বাড়িতে না জানানোর জন্য, জানালে প্রানে মেরে ফেলবে।
অপরদিকে অভিযুক্তর বাবা রতন রায় জানান,তিনি কিছুই জানেন না,যদি তার ছেলে অভিযুক্ত হয়ে থাকে তালে আইনে যা শাস্তি আছে তাই হোক তার ছেলের উপর।
Leave a Reply