নিজস্ব সংবাদদাতা, মালদা:- কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস দুর্ঘটনার পর নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন। সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। বুধবার সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। জেলার সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পরিবহন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, পুলকার এবং স্কুল বাসের ক্ষেত্রে যা যা আইনি নিয়ম রয়েছে, তা নিয়ে আলোচনা করা হল। পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যা যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে বলে জানান জেলা শাসক।
কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস দুর্ঘটনার পর নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন।

Leave a Reply