মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঝাড়গ্রামে প্রথম অনুষ্ঠিত হলো ফ্যাম এর সভা।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  শনিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে ফ্যামের প্রথম সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা ঝাড়গ্রাম জেলার দায়িত্ব প্রাপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা তন্ময় ঘোষ , তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু, তৃণমূল কংগ্রেসের নেতা তথা ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো সহ আরো অনেকে। ফ্যাম এর প্রথম সভায় শনিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। যারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওই সভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন আমাদের লক্ষ্য হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে ফ্যাম সংগঠন তৈরি করা হয়েছে। শনিবার ওই সংগঠনের প্রথম সভা ঝাড়গ্রামের লোধাসুলিতে অনুষ্ঠিত হলো । এখানে উৎসাহী যুবকদের উপস্থিত ছিল খুব ভালো। তিনি ওই সংগঠনের সাথে যুক্ত যুবকদের সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার জন্য নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি বলেন সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে। বিজেপি নামক দলটি ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করছে। তাই বিজেপিকে তিনি উৎখাত করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন ফ্যাম এর প্রথম সভা যুব সমাজের মধ্যে সাড়া ফেলেছে। ফ্যামের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *