পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা থেকে ১২ কিলোমিটার দূরে আটকে থাকলো একটি মৎস্যজীবীর একটি ট্রলার । তাতে বারো জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় মা রক্ষাকরী নামে ট্রলারটি বিকল হয়ে যায় ওই ট্রলার টি বিকল হয়ে যাওয়ার কারণে আটকে রয়েছে বলে এডিএস মেরিন সূত্রে খবর। ওই ট্রলারটিতে খাবার ও জল পর্যাপ্ত পরিমাণ পাঠানো হয়েছে বলে এডি এফ মেরিন আধিকার জয়ন্ত কুমার প্রধান জানিয়েছেন ।এই মুহূর্তে দীঘা মোহনা থেকে অপর একটি ট্রলারের মাধ্যমে মৎস্যজীবীদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে।
দীঘা মোহনা থেকে ১২ কিলোমিটার দূরে আটকে রইলো ট্রলার আটকে রয়েছে ১২ জন মৎস্যজীবী, তৎপর ।

Leave a Reply