পশ্চিমবঙ্গের অবস্থাও হবে শ্রীলংকার মতই হবে,মেদিনীপুরে এসে মন্তব্য দিলীপ ঘোষের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের অবস্থাও হবে শ্রীলংকার মতই হবে, বুধবার মেদিনীপুর শহরের বটতলাচক কালী মন্দিরে পুজো দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, দেউলিয়া হবে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন রাজ্যে নতুন নিয়োগ হচ্ছে না, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেতন বন্ধ, D.A বন্ধ। একপ্রকার রাজ্যে একপ্রকার রাজ্যের, শ্রীলঙ্কার মতই অবস্থা হয়েছে। অন্যদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলীয় সংগঠনকে আরো মজবুত করতে তৎপর হয়েছে শাসক দলের নেতা কর্মীরা, তবে সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন যারা বিশৃঙ্খলা ঘটাচ্ছে তাদের যাতে সুবুদ্ধি হোক তাই প্রার্থনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *