জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা পুলিশের সহায়তায় শিশু সুরক্ষা নিয়ে তমলুকে সচেতনতা শিবিরের আয়োজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,জেলা শিশু সুরক্ষা ইউনিট,ও জেলা পুলিশের উদ্যোগে স্টেট হোল্ডারদের নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে সিন্সেটিভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বুধবার। শিশুদের সুরক্ষিত করতে গেলে যে সেনসেটিভ গুলো কাজ করে তা কতখানি, কোন কাজ গুলো করা যেতে পারে, কোন গুলো করা যেতে পারে না,সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা পর্ব হয়। তাঁর পাশাপাশি শিশুদের সুরক্ষিত করতে এক প্রকার ট্রনিং দেওয়া হয়। এই আলোচনা পর্বে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের আধিকারিক থেকে শুরু করে শিশু আবাসিকের সুপার, এবং শিশুদের নিয়ে যারা কাউন্সিলিং করেন সেই সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন তাঁদের নিয়ে একপ্রকার গাইডলাইন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *