কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পুরপতির উদ্যোগে পুরসভা চত্বরে পালিত হল বনমহোৎসব। সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে শহর জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। এই অরণ্য সপ্তাহে তারই শুভ সূচনা হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বন মহোৎসব। সারা রাজ্যের পাশাপাশি এদিন দুপুরে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে পুরসভা চত্বরে পালিত হল বনমহোৎসব।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,পুরসভা ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার সকল কর্মী সহ অন্যান্য আধিকারিকরা।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে গাছ লাগানোর পরিমাণ ১৭.২৭ শতাংশ থেকে বেড়ে ২১.৬১ শতাংশ হয়েছে। তাই সবুজ বাঁচেতে এবং পরিবেষের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানো অত্তন্ত্য জরুরি।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে পালিত হল বনমহোৎসব।

Leave a Reply