ফের পুষ্পা সিনেমার কায়দায় কয়লা পাচার রুখলো পুলিশ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সিনেমার ছায়া এবার বাস্তবেও। যেমন সিনেমা হিট আবার বাস্তবেও হিট। সিনেমা দেখে যে পুরোটাই কপি করতে পারে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সম্প্রতি দক্ষিণী সুপার হিট সিনেমা “পুষ্পা দ্য রাইজ” সিনেমার স্টাইলে অবৈধ ভাবে কয়লা পাচার করছিল কয়লা মাফিয়ারা। কিন্তু তাঁদের স্বপ্নে জল ঢেলে দিল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। পুষ্পা সিনেমায় একটি জনপ্রিয় ডায়লগ আছে ম্যায় ঝুকে গা নেহি, সেরকম বীরভূম জেলা পুলিশও কয়লা পাচারকারীদের সামনে ঝুকে গা নেহি। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে রাণীগঞ্জ মোড়গ্ৰাম ৬০ নং জাতীয় সড়কের ওপর গড়গড়া মোড়ের কাছে একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে দ্যাখে পিক আপ ভ্যানের ভেতরে কয়লা বোঝাই করে ওপরে বাড়ির ঢালাই এর জন্য ব্যবহৃত পাটা এবং বাঁশ দিয়ে ঢেকে পাচার হচ্ছিল কয়লা। গাড়ি দুটি আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। অবশ্য গাড়ি দুটির চালক ও খালাসি পলাতক। পিক আপ ভ্যানে আনুমানিক ৫ টন এবং ট্রাকটিতে ১২ টনের মতো কয়লা ছিল। অর্থাৎ ১৭ টন অবৈধ ভাবে পাচার হওয়া কয়লা বাজেয়াপ্ত করলো দুবরাজপুর থানার পুলিশ। এই কয়লা গুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। উল্লেখ্য, বীরভূম জেলায় অভিনব কায়দায় কয়লা পাচার ঘটেই চলেছে। গাড়িতে বেশিরভাগ অংশ কয়লা বোঝাই করা এবং ওপরে কখনও ইট, কখনও জলের বোতল, কখনও ফল বোঝাই আবার কখনও তুষ চাপিয়ে কয়লা পাচার করা হচ্ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় প্রত্যেকবার ধরা পড়ে এই অবৈধ কয়লা পাচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *