কাঁথিতে খোদ শুভেন্দুর গড়ের ক্লাবের দুর্গাপুজোর খুঁটিও মাঙ্গলিক ঘট ভাঙচুর এবং নিয়ে পালালো দুষ্কৃতীরা,চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার দূর্গা পূজা মানেই কন্টাই নান্দনিক ক্লাব এই ক্লাব দীর্ঘ ৪০ বছর ধরে ভক্ত তথা দর্শকদের নজর কেড়েছিল মন্ডপ ও প্রতিমায় কোভিদ পরিস্থিতি কাটিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই নয় জুলাই উল্টো রথের দিন সারম্বরে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল বেশ কয়েকদিন কাটার পরে গতকাল মধ্যরাতে কে বা কারা পূজোর খুঁটি প্রদীপ মঙ্গল ঘট সহ একাধিক ও ব্যানার ছেরে ফেলে নিয়ে চলে যায় বলে অভিযোগ,
এই পরিস্থিতি খতিয়ে দেখতে ক্লাবের কর্মকর্তা তথা সংসদ দিব্যেন্দু অধিকারী তিনি আসেন পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ওই ওই স্থানে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেন,তিনি বলেন এই পুজোকে কেন্দ্র করে যারা এইসব এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এগুলো কোনোভাবেই মানুষ মেনে নেবেন না,যেহেতু পূজো যেই জায়গাটায় হয় সেটি ভারত সরকারের অধীনস্থ- শিল্প উন্নয়ন ও আন্ত বাণিজ্য বিভাগ বাণিজ্য ও শিল্প মন্ত্রক। তিনি আরো জানান যদি সবার আনন্দ দেওয়ার স্বার্থে যদি কেউ কোন প্রকার পূজোর ব্যাঘাত ঘটান সেক্ষেত্রে মায়ের মুখ কালো কাপড় ঢেকে দিয়ে ঘটর তলনের মাধ্যমে পুজো সম্পন্ন করবেন। সাথে সাথে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে তিনি দাবি জানাবেন যাতে এই জমিতে সহজে এবং স্বাভাবিক পরিস্থিতিতে পূজা করা যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *