মশা বাহিত রোগ নিধনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিল রানাঘাট পুরসভা।

0
375

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মশা বাহিত রোগ নিধনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিল রানাঘাট পুরসভা।রানাঘাট পুরসভার পক্ষ থেকে শুক্রবার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ।ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছের কার্যকারিতা সর্বজনবিদিত। কেননা গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে নেয়। এদিন রানাঘাট পুরসভার উদ্যোগে চার বালতি গাপ্পি মাছ ছাড়া হয় ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেনে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিধনে পুরসভার এই গাপ্পি মাছ ছাড়া অভিযানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হারিস রশিদ, রানাঘাট পুরসভার
পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে, চেয়ারম্যান ইন কাউন্সিল দুলাল পাত্র, পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী।