দিনে কতবার জল পাচ্ছে এবং সঠিক সময় পাচ্ছে কিনা খোঁজখবর নিতে “জল জীবন মিশন” এর আধিকারিকরা ইন্দাস ব্লকের আকুই 1 নং অঞ্চলে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  পিএইচই থেকে জল পাচ্ছে কিনা, পেলে কতবার পাচ্ছে এবং কোন সময় পাচ্ছে, জলের গুণগত মান সঠিক আছে কিনা খোঁজ খবর নিতে পশ্চিমবঙ্গ সরকারের “জল জীবন মিশন” এর আধিকারিকরা পৌঁছালেন ইন্দাস ব্লকে।

আজ পশ্চিমবঙ্গ সরকারের “জল জীবন মিশনের” আধিকারিকরা আকুই ১ নং পঞ্চায়েতের বনকি ও মাদরা পরিদর্শন করলেন। শুধু তাই নয় গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন এবং জানতে চাইলেন কোন অসুবিধা আছে কিনা।
আধিকারিদের সঙ্গে ছিলেন আকুই এক নং অঞ্চলের উপপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *