জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দেশ জুড়ে চলছে আজাদীকা অমৃত মহউৎসব, আসন্ন দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস, অন্যান্য বারের মতো এবার ও জলপাইগুড়ি বজরা পাড়া স্থিত সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে দুদিন ব্যাপী স্বাস্থ্য এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শুক্রবার স্বাস্থ্য শিবিরের পর শনিবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজিত হলো রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে স্কুলের শিক্ষা কর্মীরা সহ অভিভাবকদের কেও দেখা গেলো রক্তদানে এগিয়ে আসতে।
দুদিনের অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান আচার্য সন্তোষ সাহা জানান, এবার দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিকে সামনে রেখেই এই দুদিনে দুটি শিবিরের আয়োজন করা হয়েছে, এবং স্কুলের সঙ্গে যুক্ত সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশ নিয়েছে।
স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি, সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে রক্তদান অভিভাবকদের।

Leave a Reply