পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের ঘোষিত “হর ঘর পে তিরঙ্গা” কর্মসূচিতে সামিল হল কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা, সোমবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ২০৭ ব্যাটেলিয়ানের কোবরা জোয়ানদের উদ্যোগে “হর ঘর পে তিরঙ্গা” কর্মসূচিকে সামনে রেখে এক বাইক র্যালির আয়োজন করা হয়, এই দিন হাতে জাতীয় পতাকা নিয়ে এই র্যালিতে সামিল হয়েছেন কোবরা জাওয়ানেরা, এইদিন প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা লাগানোর আবেদন করা হয় ২০৭ ব্যাটেলিয়ানের কোবরা জাওয়ান্দের তরফ থেকে।
“হর ঘর পে তিরঙ্গা” কর্মসূচিকে সামনে রেখে শালবনির ২০৭ ব্যাটেলিয়ানের কোবরা বাহিনীদের উদ্যোগে বাইক র্যালি।

Leave a Reply