চিতা ! : সুব্রত ভট্টাচার্য।

0
1327

জ্বলছি আমি দিবারাত্রি
জ্বলতে যে আমায় হবে !
লোভ, অহংকার সবই জ্বলে
রাবনের চিতা নেভে কবে ?

আমার জ্বলনে জ্বলে পুড়ে যায়
না বলা সব অভিমান
কত উড়বে লোভের আকাশে ?
জীবন শেষে আমিই অগ্নিস্নান !

আমার আমার করে করে
দুহাতে সবিই আগলে রাখো !
আমার কাছে এলে তখন
খালি হাতেই একলা থাকো !

আমার পরশে শুদ্ধ হয়ে
তোমার গমন মৃত্যুলোকে !
সব বাঁধা ভেঙে পথে -উঠবে
তুমি ,চিতা নামের মহারথে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here