করোনা বিধি মেনেই রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুল রহিম বক্সী উপস্থিতিতে হয়ে গেলো কৃষক দের সমস্যা সমাধান জন্য।

0
239

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-করোনা বিধি মেনেই রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুল রহিম বক্সী উপস্থিতিতে হয়ে গেলো কৃষক দের সমস্যা সমাধান জন্য হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের সমবায় ব্যাঙ্কের মধ্যেমে ধান কেনা নিয়ে আলোচনা করা হয় কৃষকদের সমস্যা নিয়ে তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের ধান বিক্রি নিয়ে যাতে সমস্যা না পরতে হয় সেই দিকে নজর সমবায় ব্যাঙ্কের কর্মীদের সাথে আলোচনা করেন যাতে সমবায় ব্যাঙ্কের মধ্যেমে ধান কেনার ব্যবস্থা করা হয়। এবিষয়ে তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি আবদুল রহিম বক্সী বলোন রাজ্যে যে ভাবে করোনা বেড়ে চলছে সেই দিকে নজর রেখে আমরা আজ হাতে গুনা চার পাঁচ জন কে নিয়ে মুখে মাস্ক লাগিয়ে এই আলোচনা করা হয়।এছাড়াও তিনি বলেন আমাদের জেলা কমিটি তরফে জেলার যেখানে যাওয়া হছে সেই সব জায়গায় সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করা হছে এবং বিভিন্ন জায়গায় মাস্ক বিতরন করা হছে ও টোট চালক থেকে সাধারণ মানুষকে বোঝানো হছে যাতে করোনা পরিস্থিতিতে মাস্ক পরার জন্য বলা হছে আজ আইহো এলাকায় প্রায় তিনশো মানুষকে মাস্ক বিতরন করা হবে। এদিন উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুল রহিম বক্সী, সহ আইহো অঞ্চলের তৃণমূল সকল সদস্য কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here