মহিষাদল থানার পুলিশের মানবিক উদ্যোগ।

0
681

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:– লকডাউন এর মধ্যেই মানবিক মুখ পরিচয় দিল মহিষাদল থানার পুলিশ একেই করোনা মহামারী নিয়েই লকডাউন চলছে সারা বিশ্বজুড়ে। তার পরেও সাধারণ মানুষের কাজ কম্ম নেই অভাবের তাড়নায় ঠিকমতো খেতে ও চিকিৎসা করাতে পারছে না। এমনই চিত্র চোখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরের গ্রামের শক্তিপদ মাইতি বয়স ৬০ বছর। হটাত খাট থেকে নামতে গিয়ে পোড়ে যায় এবং গুরু তর আহত হয়। লকডাউনের জন্য সমস্ত গাড়ি-ঘোড়া বন্ধ তাই মহিষাদল থানায় ফোন করে পরিবারের পক্ষ থেকে। তড়িঘড়ি মহিষাদল থানার পুলিশ গাড়ি নিয়ে গিয়ে শক্তিপদ বাবুকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা বলেন স্ট্রোক হয়েছে হাঁটুতে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর মহিষাদল থানার পুলিশের সহযোগিতায় গাড়িতে করে তমলুক জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এই লক ডাউন এর সময় পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here