Skip to content
  • Wednesday, 21 May 2025
  • 11:17:00 PM
  • Follow Us
Sob Khabar

Sob Khabar

  • হোম
  • রাজ্য
    • উত্তর বাংলা
      • আলিপুরদুয়ার
      • কোচবিহার
      • দক্ষিণ দিনাজপুর
    • দক্ষিণ বাংলা
      • পশ্চিম মেদিনীপুর
      • পুরুলিয়া
      • পূর্ব মেদিনীপুর
      • ২৪পরগনা
        • গোসাবা
  • কলকাতা
  • দেশ
  • বিদেশ
  • ওপার বাংলা
  • খেলা
  • বিনোদন
    • ভ্রমণ
    • সাক্ষাৎকার
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • সাহিত্য
  • রেসিপি
  • সম্পাদকীয়
  • Home
  • মরণের পরে : সমীর ঘোষ।
Featured সাহিত্য

মরণের পরে : সমীর ঘোষ।

sobkhabaradmin May 13, 2020 0

গণেশ বাবু মারা গেলেন। সাদা কাপড়ে ঢাকা বারান্দায় শোয়ানো আছে তার নিথর দেহ।
উঠোনে গ্রামের মানুষের জমায়েত।শ্মশানযাত্রার আয়োজন করছে শ্মশান বান্ধবরা।
পম্পা ভাবছে কিছুক্ষণ আগের জীবন্ত শরীরটা এখন একটা লাশ মাত্র। আর কিছুক্ষণ পরেই সেটা পুড়ে ছাই হয়ে যাবে এইতো জীবন! এই জীবন নিয়েই মানুষের কত অহংকার।কত আদিখ্যেতা।
পম্পার অপলক চোখের সামনে যেন একটা জায়ান্ট স্ক্রিন ঝুলছে। তাতে বারে বারেই ভেসে উঠছে টুকরো টুকরো স্মৃতির কোলাজ।
গণেশ বাবু পুলিশ বিভাগে চাকরি করতেন। নির্মেদ- সুঠাম চেহারা। মানুষ হিসেবেও খুব সহজ সরল। গ্রামের প্রায় সকলের অতি প্রিয় মানুষ।
গণেশ বাবুর আরও তিনজন ভাই আছে ।দাদার প্রয়াণে তারাও চোখের জল ফেলছে।
পম্পার চোখের সামনে ভেসে উঠছে, চাকরিস্থলে থেকে বাবা ফিরছে, তখন সে ক্লাস এইটে পড়ে। বাবার দুহাতে দুটো ভারী ব্যাগ একটাতে পুলিশের রেশন, অন্যটাতে বাড়ির নিত্যপ্রয়োজনীয় দোকান বাজার।
বারান্দায় ব্যাগ দুটো নামিয়েই মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন।
পম্পা জিজ্ঞাসা করল- বাবা তুমি আমার চুরিদার এনেছো?
গণেশবাবু নিরুত্তর।মনে পড়ে গেছে, মেয়ে তো বলেছিল আসার সময় আমার জন্যে—-
– আমি একেবারে ভুলে গেছি মা। পরেরবার ঠিক মনে থাকবে ।
পম্পা চিৎকার করে কাঁদে আর বাবার বুকে কিল মারতে থাকে।
– তুমি কেন ভুলে যাবে? প্রিয় মা চিৎকার করে ওঠে,
-এই তুই কি আরম্ভ করেছিস বলতো? মানুষটা এইতো সবে এল একটু হাত-মুখে জল নিতেও দিবি না?
– না দেবো না, আমাকে আজকেই চাই।
– মেয়েছেলের এত জেদ ভালো নয়, আর তুমি তো ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো।
গণেশ বাবু হাসতে হাসতে বলেন,
– তুমি থামো তো ।
তারপর মেয়েকে বললেন
– তোকে আজকেই কিনে দেবো মা—
গণেশবাবুর এক বোন কেঁদে কেঁদে এসে উঠোনে আছড়ে পড়তেই ক্ষীন হয়ে আসা কান্নার রোল আবার তীব্র হলো।
উঠোনে বসে কীর্তনীয়ারা খোল আর করতাল সহযোগে উচ্চঃস্বরে হরিনাম সংকীর্তন করছে।
মানুষ এই পৃথিবীতে আসে মাত্র কিছুদিনের জন্য ভ্রমণ করতে। রিটার্ন জার্নির টিকিট কেটেই এখানে আসা। ফিরে যেতে হবে জেনেও শিল্পী গেয়ে ওঠেন,
-এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়।
তবু ও নিঠুর মরণ কেনো এখান থেকে ডেকে নিয়ে যায়।
জানিনা কোথায়?
চোখের সামনে পম্পা দেখছে,
তার কাকার মেয়ে ডায়না একদিন তাকে শাঁকচুন্নি বলেছিল বলে,যখন সে বাবার কাছে নালিশ জানিয়ে ছিল তখন গণেশ বাবু ডায়না কে বলেছিলেন,
– এ্যাই ডায়না তুই আমার খেপিকে শাঁকচুন্নি বলেছিস কেন?
ডায়না বলে,
– ও আমাকে ডাইনি বলবে কেন?
– ও তোকে ডাইনি বলেছে বলে তুই ওকে শাঁকচুন্নি বলবি?
– তুমিইতো বলেছ জেঠু, ও যখন তোকে ডাইনি বলবে তুই ওকে বলবি—
পম্পা চিৎকার করে কেঁদে ওঠে,
– বাবা তুমি—-
– নারে মা আমার লক্ষী মেয়েকে আমি কখনো—
পুরোহিত এসেছে চন্দ্রায়ন হবে। তারপর শ্মশান যাত্রা।
উঠোনে উপস্থিত জনতার অশ্রুভেজা স্বরে নানান গল্পগাঁথা।
– একজন ভালো মানুষ চলে গেল ।
– ভালো মানুষরাই আগে যায় ।
– আমি কাকার লাল সুতোয় বাঁধা এক প্যাকেট করে বিড়ি কিনে এনে দিতাম। বিনিময়ে আমাকে দশ টাকা করে দিত। আমি না নিলেও জোর করে আমার হাতে গুঁজে দিয়ে বলতো ছেলের জন্যে চকলেট বিস্কুট কিনে নিয়ে যাবি।
গণেশ বাবুর তখন পশ্চিমাঞ্চলের এক থানায় পোস্টিং ।সুন্দর মুখের জয় সর্বত্র ।তাই গণেশ বাবু থানার সকল স্টাফের খুব কাছের মানুষ ছিলেন। ওই অঞ্চলে তখন এক নিষিদ্ধ সংগঠনের চোরাগোপ্তা আক্রমণের আতঙ্ক।
গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি কয়েকজন কনস্টেবল নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হতেই শুরু হলো ঝাঁকে ঝাঁকে গুলিবর্ষণ।
প্রত্যাঘাত করার আগেই একটা গ্রেনেডে এসে ফাটলো গণেশবাবুর পায়ের কাছে।
গণেশ বাবুর রক্তাক্ত- ক্ষতবিক্ষত শরীরটা অ্যাম্বুলেন্স হুটার বাজিয়ে তাড়াতাড়ি নিয়ে ছুটলো হাসপাতালে।
শ্বশুরবাড়িতে টিভির স্ক্রিনে বাবার রক্তাক্ত ছবিটা দেখে চিনতে পেরে পম্পা যখন কান্নায় ভেঙে পড়েছে তখন পম্পার শশুর তাচ্ছিল্যের সুরে বলেছিল ,
-ও মরে গেছে ,আর কি হবে—–
দীর্ঘ কয়েক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে যমের দুয়ারে কাঁটা দিয়ে ফিরে এলেও একটা চোখ চিরদিনের জন্য হারিয়ে আসতে হয়েছিল হাসপাতালে।
তখন হাসপাতালে দেখতে এসে কত মন্ত্রীর
প্রশংসা আর শুভকামনা।
তারপর চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে।
অবসরের দিন সহকর্মীদের চোখের জল আর রঙিন ফুলের সম্ভারে বিদায় সম্ভাষণ।
সেদিনের সেই লড়াকু শরীরটা আজ নীরব নিথর নিস্পন্দ।
মেয়ের বিয়ের আগে তার শ্বশুরবাড়ির মানুষগুলোকে গণেশ বাবু চিনতে পারেননি।পরে জেনেছেন পম্পার শ্বশুরবাড়ির কারোর সঙ্গেই গ্রামের কোন লোকের ঠিকমতো বনিবনা নাই।
পম্পার উপর শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন দেখে নীরবে চোখের জল ফেলতেন।
পম্পা এখন চোখের সামনে অদৃশ্য স্ক্রিনে দেখছে,
তার বাবা যেন পুলিশের রেশন ভর্তি ব্যাগ নিয়ে তার শ্বশুরবাড়িতে ঢুকছে। সদা হাসিখুশি মানুষটাকে তার অসভ্য শশুরের অপমান হজম করে ফিরে আসতে হচ্ছে।
মনে পড়ছে তার বাবার একটাই আফসোস মেয়েকে তিনি উপযুক্ত ঘর এবং বর দেখে দিতে পারলেন না।
পম্পা বাবাকে বুঝিয়েছে, – আর আফসোস করে কি হবে সবই আমার কপাল! কে শোনে কার কথা। এর জন্য একমাত্র নিজেকেই দায়ী করে বুক চাপড়ে চোখের জল ফেলতেন।
সমস্ত নীরবতা ভেঙে দিয়ে পম্পা এখন চিৎকার করে কাঁদছে।
– আমি এবার কাকে বাবা বলে ডাকবো——
প্রতিবেশী কয়েকজন মহিলা তাকে ধরে সান্ত্বনা দিচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে ।
– মানুষটা যা কষ্ট পাচ্ছিল —-।
এইতো কদিন আগেই পম্পা যখন বাপের বাড়ি এসেছিল গণেশ বাবু তখন অসুস্থ হয়ে একেবারে শয্যাশায়ী।
সারা শরীরে অসহ্য যন্ত্রণা। পম্পা বাবার হাত পা গুলো মেসেজ করে দিচ্ছিল। গণেশ বাবু যন্ত্রণা কাতর কণ্ঠে মেয়েকে বলেছিলেন,
– মারে ভগবান কে বল আমাকে তাড়াতাড়ি নিয়ে নিতে আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছিনা। তোর মাকে বল না আমাকে একটু বিষ এনে দিতে আমি আর এভাবে বেঁচে থাকতে চাইনা।
পরক্ষণেই আবার ভুল বকতে শুরু করেন,
– ওই দ্যাখ,দ্যাখ জানলার কাছে আমার বাবা দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে যেতে এসেছে রে। না না আমি যাব না। আমি চলে গেলে আমার মেয়েটাকে দেখবে কে? পম্পা বাবার শরীরটাকে ঝাঁকুনি দিয়ে বলে,
– কি হল বাবা এমন করছো কেন?
– তোর দাদু আমাকে ডাকছে। আমি যেই বলেছি যাব না, আমাকে বলল মরতে যদি এত ভয় তাহলে জন্ম নিয়েছিলে কেন?
সেদিনও পম্পার দু চোখ জলে ভরে গিয়েছিল বাড়ি ফিরে এসে কত রাত ঘুমাতে পারেনি বাবার কথা ভেবে।
উঠোনে ফুল দিয়ে সাজানো খাট আনা হয়েছে। যে খাটে শুয়ে গণেশ বাবুর নির্বাক- নিশ্চল দেহটা চলে যাবে সাজানো সংসার ছেড়ে।
ফেরে না কেউ যেথায় গেলে হায় !
সাধ করে আর কেই বা বল সেথায় যেতে চায়?
তবু একদিন সবাইকেই যেতে হবে পৃথিবী নামক রঙ্গমঞ্চের নাটক শেষ করে।
তাইতো শেক্সপীয়ার লিখেছেন,
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and entrances,
And one man in his time plays many parts,——-
দীর্ঘ রোগভোগের পর গণেশ বাবু আজ মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল — । তিনি রেখে গেলেন স্ত্রী এবং- – – -। আর কিছু অপূর্ণ স্বপ্ন।
গ্রামের প্রবীণ ব্যক্তিরা এখন অন্তিম কালীন বিধান দিয়ে যাচ্ছেন। পম্পার মা জলভরা চোখে তার যৌবনের সফরসঙ্গী সুখ-দুঃখের জীবনসঙ্গীকে এখন গোবরগোলা জল ছিটিয়ে বিদায়-সম্ভাষণ জানাচ্ছে।
একজন একটা তুলসী গাছের চারা নিয়ে হেঁটে যাচ্ছে ।
চিতা নেভানোর পর ওই চারাটা চিতার উপর পুঁতে দেওয়া হবে।
এখন থেকে গণেশ বাবু একটা তুলসী গাছ হয়েই বেঁচে থাকবেন।

sobkhabaradmin

Website:

Related Story
Featured উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য স্বাস্থ্য
মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
চন্দ্রকোনারোডে প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা নিমাই রতন ব্যানার্জির স্মরণসভা ও বিনম্র শ্রদ্ধার্ঘ্য ব্লক তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কেশপুরের দোঁতাল-চাঁদাবিলাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ নদীয়া বিবিধ রাজ্য
হারিয়ে যাওয়া একশোটি মোবাইল ফিরিয়ে দিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার পুলিশ।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দেশ বিবিধ রাজ্য লাইফস্টাইল
কলকাতা পুলিশের বাড়িতে চুরি, বুনিয়াদপুরে চাঞ্চল্য।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মালদা রাজ্য
মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ এবং স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বোস মেডিসিনাল প্লান্ট গার্ডেনের উদ্বোধন করা হল।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা কোচবিহার দেশ বিনোদন বিবিধ রাজ্য
রাজীব গান্ধীর ৩৫ তম আত্ম বলিদান দিবস কর্মসূচি পালন করলেন চোপড়া ব্লক কংগ্রেস।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দেশ বিবিধ রাজ্য
মুর্শিদাবাদ তদন্ত: হাইকোর্ট নির্দেশে গঠিত কমিটির রিপোর্টে বিস্ফোরক তথ্য, মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মুর্শিদাবাদ রাজ্য
ভগবানগোলায় সকালে ভয়াবহ পথদুর্ঘটনা: মারুতি ভ্যান-টোটো সংঘর্ষে আহত ৪, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
sobkhabaradmin May 21, 2025

Leave a Reply
Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

YOU MAY HAVE MISSED
Featured উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য স্বাস্থ্য
মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
চন্দ্রকোনারোডে প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা নিমাই রতন ব্যানার্জির স্মরণসভা ও বিনম্র শ্রদ্ধার্ঘ্য ব্লক তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কেশপুরের দোঁতাল-চাঁদাবিলাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025

Copyright © 2025 | Powered by WordPress | Newsio by ThemeArile