উৎসর্গপত্র সাদা : শু ভ ঙ্ক র দা স।

0
709

ঈশ্বর এসে বললেন,আমাকে দরজা করো।
কবি ঈশ্বরকে মানুষ করলেন।
দুঃখ এসে বলল, আমাকে আকাশ করো।
কবি দুঃখকে বীজধান করলেন।
মৃত্যু এসে বলল,আমাকে আগুন করো।
কবি মৃত্যুকে মাঠের পর মাঠ করলেন।
তারপর দরজা খুলে আকাশ ছু্ঁয়ে আগুন জ্বালিয়ে কবি দাঁড়িয়ে রইলেন অনন্তকাল,সেই কবিকে যদি শম্ভু রক্ষিত ভাবো,শত-সহস্র শম্ভু রক্ষিত
তাহলে শুধু কালো কালো অক্ষরে মহাপৃথিবী নির্মাণ হতে পারে!
—————-//————-
২৯ মে, ২০২০.©শুভঙ্কর দাস।হলদিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here