দেবারতী গোস্বামীঃ-দুঃসময় যেন কাটতেই চাইছে না বলিউডে। একের পর এক তারা খসে পড়ছে বলিউডের আকাশ থেকে। ইরফান খান, ঋষি কাপুরের পর ইহলোক ছেড়ে চলে গেলেন সিনেমা ধোনি অর্থাৎ সুশান্ত সিং রাজপুত| মাত্র ৩৪বছর বয়সেই শেষ করলেন তাঁর জীবনের যাত্রাপথ| রবিবার সকালে বান্দার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণ এই অভিনেতার মৃতদেহ। সুশান্তকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে পুলিশে খবর দেন তার পরিচারিকা। সূত্রে খবর করোনা পরিস্থিতি, লকডাউন সবমিলিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তরুণ অভিনেতা সুশান্ত। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে এটি আত্মহত্যা। কিছুদিন আগে তার পার্সোনাল ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেন। এই দুই আত্মহত্যার মধ্যে কোন যোগসূত্রের রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা তদন্ত শুরু হয়েছে।
২০০৮ সালে প্রথম “পবিত্র রিস্তা ” সিরিয়াল এর মাধ্যমে বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত |এরপরও সুশান্ত একাধিক সিরিয়ালে অভিনয় করেন |২০১৩ সালে “কাই পো চো ” সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন, তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন “ধোনি দ্যা আনটোল্ড স্টোরি “ধোনির চরিত্রে অভিনয় করে | তাঁর অভিনয় দক্ষতায় জিতে নিয়েছিলেন কোটি কোটি ভক্তের হৃদয়| এর পাশাপাশি কেদারনাথ, পিকের, মতো সুপারহিট সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি| সুশান্ত সিং এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড সহ তামাম ভারতবর্ষ|