দক্ষিন দিনাজপুরে নতুন করোনা পজিটিভ ২১।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ-দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে হলেন ২১ জনের শরীরে। শনিবার গভীর রাতে এমনই রিপোর্ট এসেছে মালদহ মেডিক্যাল কলেজ থেকে। এর মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রামিত হয়েছেন ৭ জন। বালুরঘাট গ্রামীণ এলাকায় ১ জন সংক্রামিত হয়েছেন। এছাড়াও গঙ্গারামপুরের ৩ জন, কুমারগঞ্জের ২ জন, হরিরামপুরের ৩ জন ও তপনের ৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। গত ৮ জুলাই আক্রান্তদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। জানা গিয়েছে, বালুরঘাট শহরের ঘাটকালি পাড়া, মঙ্গলপুর, রঘুনাথপুরে একজন করে এবং সুভাষ কর্নার ও বালুরঘাট আদালতের দুজন করে কোভিড পজিটিভ হয়েছেন। বালুরঘাট ব্লকের পতিরাম বিএসএফ ক্যাম্প এলাকায় একজন সংক্রামিত হয়েছেন। কুমারগঞ্জের দোড়হা জাকিরপুরে একজন ও বিডিও অফিসের একজন কর্মী, গঙ্গারামপুরের কালদিঘির দুজন ও সুকদেবপুরে একজন, হরিরামপুরের দানগ্রামে দুজন ও দোলগ্রামে একজন, এবং তপনের ৫ জন সংক্রামিত হয়েছেন।এই ২১ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৫ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৩৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন আক্রান্তদের সেফ হাউজে বা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *