বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি কে নিয়ে শুরু হয়েছে এই ছবির মহরত।

0
270

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি কে নিয়ে শুরু হয়েছে এই ছবির মহরত। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিখ্যাত বিখ্যাত তারকাদের মালদায় এনে শুটিং হবে এই ছবিতে। মালদা ছেলে কমেডি ভিডিও বানিয়ে আজ সফল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দুই বাংলার রসিক মানুষ আজ তাকে এক নামে চেনে সাহি বাংলা নামে।

সাহি বাংলার অসীম আসলে একটা প্রত্যন্ত গ্রামের ছেলে যেখানে আধুনিকতার আলো সবাইকে এখনো প্রভাবিত করতে পারেনি।

একটা সময় তো ছিল যে পুরো গ্রাম তার বিরুদ্ধে চলে যায়, প্রতিবেশী আত্মীয় স্বজনরা বলতো ডাক্তার তো হতে পারলোনা, আবার ইঞ্জিনিয়ারিং ঠিকমতো হলো না ।
শুধু মাত্র তার মা এবং তার ভাই তার পাশে ছিল সব সময়।

২০১৬ সালে ভিডিও বানানোর কাজ শুরু করে সাহি বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে।
একটা সময় যখন কেউ পাত্তা দেয়নি কেউ দেখেনি তার দিকে তখন মনে মনে ঠিক করে নাই এমন একটা দিন তাকে আনতে হবে সবাই তার সঙ্গে সেলফি তুলবে তার সঙ্গে কথা বলবে। আর সেই দিন এসেছে,
সেই সাহি বাংলা এর অসীম আক্তার এবং ডাইরেক্টর হিসাবে মালদায় মৌল পুরের তরুণ পরিচালক পবিত্র দাস কে সঙ্গে নিয়ে শুরু করেছে এই প্রথম মালদায় বাংলা সিনেমার শুটিং। পবিত্র দাস পেশায় স্কুলশিক্ষক হলেও ছোটবেলা থেকে সিনেমার প্রতি প্রবল ঝোঁক। তার ইচ্ছে উত্তরবঙ্গের মতো জায়গায় একটি যেহেতু কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই তাই এখানে যদি টলিউডের মতো কোনো ইন্ডাস্ট্রি করা যায় তবে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের আর টলিউড মুখাপেক্ষী হতে হবে না তাই তরুণ শিল্পী স্বপ্ন দেখেন একদিন উত্তরবঙ্গের বুকে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হবে আর তাতে কাজ পাবেন উত্তরের তরুণরা।
সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে অসীম আখতার এবং পবিত্র দাস শুরু করেছে মালদার বুকে প্রথম *লুঙ্গিম্যান* নামে একটি বাংলা সিনেমার শুটিং। অন্যান্য সিনেমার মতো এই সিনেমাটি কে থিয়েটারে রিলিজ করা হবে। এবং পুজোর আগে বেরোবে এই সিনেমার ট্রেলার। উত্তরবঙ্গের মালদার মতো জায়গায় হওয়া এই সিনেমা মালদার বাংলার মানুষকে কতটা আনন্দ দিবে এখন সেটাই দেখার। নাড়কেল ফাটিয়ে উদ্ভোদন করা হয় এই সিনেমার।এদিন এই উদ্ভোদনে উপস্থিত ছিলেন,

মালদাঃ- বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি কে নিয়ে শুরু হয়েছে এই ছবির মহরত।
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিখ্যাত বিখ্যাত তারকাদের মালদায় এনে শুটিং হবে এই ছবিতে।

মালদা ছেলে কমেডি ভিডিও বানিয়ে আজ সফল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দুই বাংলার রসিক মানুষ আজ তাকে এক নামে চেনে সাহি বাংলা নামে।

সাহি বাংলার অসীম আসলে একটা প্রত্যন্ত গ্রামের ছেলে যেখানে আধুনিকতার আলো সবাইকে এখনো প্রভাবিত করতে পারেনি।

একটা সময় তো ছিল যে পুরো গ্রাম তার বিরুদ্ধে চলে যায়, প্রতিবেশী আত্মীয় স্বজনরা বলতো ডাক্তার তো হতে পারলোনা, আবার ইঞ্জিনিয়ারিং ঠিকমতো হলো না ।
শুধু মাত্র তার মা এবং তার ভাই তার পাশে ছিল সব সময়।

২০১৬ সালে ভিডিও বানানোর কাজ শুরু করে সাহি বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে।
একটা সময় যখন কেউ পাত্তা দেয়নি কেউ দেখেনি তার দিকে তখন মনে মনে ঠিক করে নাই এমন একটা দিন তাকে আনতে হবে সবাই তার সঙ্গে সেলফি তুলবে তার সঙ্গে কথা বলবে। আর সেই দিন এসেছে,
সেই সাহি বাংলা এর অসীম আক্তার এবং ডাইরেক্টর হিসাবে মালদায় মৌল পুরের তরুণ পরিচালক পবিত্র দাস কে সঙ্গে নিয়ে শুরু করেছে এই প্রথম মালদায় বাংলা সিনেমার শুটিং। পবিত্র দাস পেশায় স্কুলশিক্ষক হলেও ছোটবেলা থেকে সিনেমার প্রতি প্রবল ঝোঁক। তার ইচ্ছে উত্তরবঙ্গের মতো জায়গায় একটি যেহেতু কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই তাই এখানে যদি টলিউডের মতো কোনো ইন্ডাস্ট্রি করা যায় তবে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের আর টলিউড মুখাপেক্ষী হতে হবে না তাই তরুণ শিল্পী স্বপ্ন দেখেন একদিন উত্তরবঙ্গের বুকে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হবে আর তাতে কাজ পাবেন উত্তরের তরুণরা।
সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে অসীম আখতার এবং পবিত্র দাস শুরু করেছে মালদার বুকে প্রথম *লুঙ্গিম্যান* নামে একটি বাংলা সিনেমার শুটিং। অন্যান্য সিনেমার মতো এই সিনেমাটি কে থিয়েটারে রিলিজ করা হবে। এবং পুজোর আগে বেরোবে এই সিনেমার ট্রেলার। উত্তরবঙ্গের মালদার মতো জায়গায় হওয়া এই সিনেমা মালদার বাংলার মানুষকে কতটা আনন্দ দিবে এখন সেটাই দেখার।
উপস্থিত ছিলেন অভিনেতা খরাজ মুখার্জি,পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, ফেসবুক কাপানো কমেডিয়ান,অসিম আক্তা র সহ অন্যনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here