সুপ্রতিম সাহা অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শ্বেতভশ্ম” মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই।

“শ্বেতভশ্ম” একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যেখানে অভিনয় করতে দেখা যাবে সুপ্রতিম সাহাকে মুখ্য চরিত্রে। চরিত্রের নাম বৈভব বন্দোপাধ্যায়, ভৈরবের বয়স গল্পে দেখানো হচ্ছে ১৯ বছরের।

অল্প বয়স থেকেই বৈভব নিজেকে ডিটেকটিভ হিসেবে তৈরি করে নানান ডিটেকটিভ বই ও চলচ্চিত্র দেখে। স্বল্প দৈর্ঘ্যের ছবিটি মূলত একটি কোকেন স্মাগলিং এর একটি ঘটনা উন্মোচন নিয়ে।টানটান উত্তেজনা থাকবে গল্পের প্রত্যেকটা মুহূর্তে।

সুপ্রতিম কে প্রথমবার একটি নতুনত্ব রূপের দেখা যাবে।

দু’দিনব্যাপী শুটিং চলে এই স্বল্প দৈর্ঘ্যের ছবির। এখনকার পরিস্থিতি মাথায় রেখেই সকলে কাজ করে এবং সব রকম সচেতনতা পালন করে। খুব অল্প টেকনিশিয়ান ও কলাকুশলী নিয়েই কাজ শেষ করে ছবির পরিচালক মহর্ষি।

Crew List of “ShetBhoso” :-

সিনেমাটোগ্রাফি করেছে ভরত মিডডে।
সম্পাদনা ও DI : অজিতাভ বরাট।
প্রযোজনা: মানষ বন্দোপাধ্যায়।
নবীন পরিচালক: মহর্ষি বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *