আকাশলীন : মহীতোষ গায়েন।

0
566

বহুদিন আমরা নীলকণ্ঠ আকাশ দেখিনি,
এখন সময় কেড়েছে সুখ,দিগন্ত তমসাবৃত;
এখন আকাশে ভোরের সূর্য দেখিনা রক্তিম
শ্বেতশুভ্র পায়রারা আসেনা ফেরাতে শান্তি।

সবুজ অরণ্যে অচেনা আতঙ্ক,দেখিনা স্নিগ্ধতা
অবসাদে ডুবে যায় চরাচর,মন তাই ফ‍্যাকাসে;
সংকটে সব দিশেহারা,বাটনা বাটা হলুদ দুপুর,
ফুটে থাকা গোলাপ দেখে হয়না অদ্ভুত শিহরণ।

এবার আকাশ থেকে ফুল পড়বে
এবার আকাশ থেকে বৃষ্টি পড়বে
এবার আকাশ থেকে সুখ ঝরবে
ও’ জীবন-আকাশ প্রস্ফুটিত হও।

এসো আকাশের গান করি
এসো জীবনের গান করি
এসো শান্তির গান করি
এসো বিজয়ের গান করি।

আকাশ মানেই জীবন,জীবন মানেই মানুষ,
মানুষ মানেই সময়,এসো জীবনের গান করি,
এসো হাত ধরো,এসো বৃষ্টিতে ভিজি,দু:সময়ে
এসো মাটির গান করি,এসো আকাশলীন হই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here