অন্ধকার : ডঃ অশোকা রায়।

0
598

অবিরত
নিওনের আলো পড়েনি পিঠে,
তাই এক ঝাঁক অন্ধকার।
কিছু নক্ষত্রের ওড়া এদিক ওদিক।
তবুও অন্ধকার।
সমুদ্রের ঢেউে হাত দিয়ে অনুভব করি অতৃপ্ত কান্না।
কাল্পনিক মিছিলে না মেটা দাবির ক্ষোভ।
তালগাছের মাথায় শ্বেত পত্রের খোঁজ করি,
রক্তকোষে শুধু লিউকোসাইটের দৌড়।
তবুও রক্তের রঙ লাল।
অবজ্ঞার খোঁচায় ঝরছে অবিরত
নোনতা স্বাদ।
বনস্হলীতে দাবাগ্নি।
চক্ষু তারায় তার প্রচ্ছায়া।
হাড়গোড় পোড়ার শব্দ মটমট।
গন্ধে বিবমিষা।
সন্দেহ হয়, আমি কি বেঁচে আছি।
জবাব দেয়ার ভয়ে ছোট্ট এক টুকরো চাঁদ মুখ লুকোয়।
অন্ধকার আগের চেয়েও বেশি গাঢ়।