মিউজিক ভিডিও “আদরে ছুঁই ” মুক্তি পাচ্ছে “Zee Music Bangla” ইউটিউব চ্যানেল থেকে এই মাসে।

0
1147

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- অর্পণ বসাক পরিচালিত, সুপ্রতিম সাহা ও একতা গাঙ্গুলী অভিনীত মিউজিক ভিডিও “আদরে ছুঁই ” মুক্তি পাচ্ছে “Zee Music Bangla” ইউটিউব চ্যানেল থেকে এই মাসে। সঙ্গীত পরিচালনা ও গান গেয়েছে বরেণ্য সাহা ও কথা আলামিন ইসলামের।

এই মিউজিক ভিডিওটি একটি মিষ্টি প্রেমের গল্পের উপরে নির্মাণ করেছে পরিচালক অর্পণ, মূলত জগদ্ধাত্রী পুজো কে কেন্দ্র করে গল্পটি শুরু হয় ও তারপর কুমারটুলি ও উত্তর কলকাতা জুড়ে নানান প্রেমের দৃশ্য দিয়ে সাজানো এই গল্পটা।
Covid 19 পরিস্থিতির পর শুটিং করার ফলে বিশেষ ব্যবস্থা নিয়েছিল “সিলভার স্ক্রীন প্রোডাকশন” ও প্রযোজক সুসময় চাকলাদার।
এই মিউজিক ভিডিওটি মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর Zee Music Bangla থেকে।