ভালোবাসা আজও আছে বেঁচে,
স্পর্শ আছে অন্তর জুড়ে,
প্রথম স্পর্শ আজও অনুভূতি জাগায় আবেগের ভেজা শরীরে,
দীর্ঘ সময় তোমার আঙুল ছুঁয়ে থাকার মুহুর্ত গুলো রক্তিম হয়ে আছে শেষ বেলার আকাশে..৷
সঞ্চিত সবটুকু প্রেম – বুকের কবরে গান গায় মাঝে মাঝে….
হারিয়ে যায়নি কিছু,
হারিয়ে যায় না বাঁধনের সুতো ,
মস্তিষ্কের প্রতিটি শিরায় আমৃত্যু জড়িয়ে থাকে শব্দ বিহীন ছোঁয়াচে অভ্যাস….
মৃত্যু কাছে এলেও অপেক্ষা থেকে যায়
ইচ্ছে পূরণের,
ফিরে আসুক সে,বিপদ মুক্ত থাকুক তার চলাচলের রাস্তা,
দীর্ঘ নিঃশ্বাসে কষ্ট গুলো ভাসাই লবণাক্ত জলপ্রপাতে,
ভালোবাসা বেঁচে আছে,
ভালোবাসা বেঁচে থাকে – আমৃত্যু…..
দূরে থাক কিংবা কাছে, স্পর্শ ছাড়াও মনের মানুষ থাকে মনের কোণে…