বর্ষবরণ : শতাব্দী মজুমদার।

0
531

একত্রিশের রাতে
উৎসবে মেতেছে পৃথিবী।
উল্লাসে উষ্ণতার ছোঁয়া,
শীতরাতের বর্ষ শেষের বারবিকিউপার্টি।
ডিজের তালে তালে
ডান্স ফ্লোর শ্যাম্পেনে ভিজিয়ে
বর্ষবরণ,হ্যাপি নিউ ইয়ার।
আকাঙ্খা ভালো থাকার ,
জীবনের প্রতিটা বর্ষশেষের রাত
উল্লাসে মেতে থাক।

বছর শেষের রাত
উৎসবহীন আস্তাকুঁড়ে জীবন ,
ঠান্ডায় কুঁকড়ে যেতে যেতে
আগুনের তাপে
হাত পা সেঁকে,
রাত বারোটার আকাশে
আতসবাজির ঝলকানি দেখেও
একত্রিশ আর এক এর ফারাক
বোঝার দায় নেই কোনো।

বছর আসে যায়
উৎসবের জেল্লা বেড়ে যায়,
উল্লাসে ওয়েলকাম নিউ ইয়ার।
ডাস্টবিন ঘেঁটে
বারবিকিউ চিকেনের
হাড়গোড় খুঁজে পেতেই,
ক্ষুধার্ত চোখগুলি নিমেষে উজ্জ্বল
উল্লাসে নয় আনন্দে।
তখন অজান্তেই বর্ষবরণ হয়,
অন্য আর এক পৃথিবীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here