ভালোবাসা : উজ্জ্বল সামন্ত।

ভালোবাসি তাই আগলে রাখি যদি আঙুল গলে বেরিয়ে যাও
ভালোবাসার উষ্ণতা স্নিগ্ধ অনুভবে তোমার আঁচলে খুঁজি যদি উড়িয়ে দাও
আমি স্পর্শ খুঁজি ভালোবাসার যখন মাথা রাখি তোমার বুকের খাঁচায়
সজীবতায় দেহ মনে অফুরন্ত যখন উষ্ণতার তীব্র দহন ঘনায়

খুঁজতে থাকি ভালোবাসা তোমার চোখের তারায়
আমি শুনতে থাকি তোমার কথা যখন বাক্য হারায়
অতল জেনেও ডুবতে থাকি তোমার প্রেমের ছোঁয়ায়
ভয় হয় যদি হারিয়ে ফেলি কখনো জনসমুদ্রের বন্যায়

ভালোবাসা আঘাত করে কথায় বা অভিমানে
দূরত্বও কখনো আলোকবর্ষ ভালবাসার বন্ধনে
অভিমানী ভালবাসা কখনো উষ্ণ আলিঙ্গনে
যখন সাঁঝবাতি আর জোনাক জ্বলে মেহেক গগনে

লড়াই করি মনের সাথে যখন কোন কারনে সঙ্ঘাত
ঠিক ভুলের মাশুল গোনে বিবেকের তাড়নায় আঘাত
অভিমান যখন ঘনীভূত হয়ে ঝড়ের পূর্বাভাস জানায়
ভালোবাসার রহস্য উদঘাটনে জীবন অনন্তকাল অপেক্ষায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *