ভালোবাসা : উজ্জ্বল সামন্ত।

0
603

ভালোবাসি তাই আগলে রাখি যদি আঙুল গলে বেরিয়ে যাও
ভালোবাসার উষ্ণতা স্নিগ্ধ অনুভবে তোমার আঁচলে খুঁজি যদি উড়িয়ে দাও
আমি স্পর্শ খুঁজি ভালোবাসার যখন মাথা রাখি তোমার বুকের খাঁচায়
সজীবতায় দেহ মনে অফুরন্ত যখন উষ্ণতার তীব্র দহন ঘনায়

খুঁজতে থাকি ভালোবাসা তোমার চোখের তারায়
আমি শুনতে থাকি তোমার কথা যখন বাক্য হারায়
অতল জেনেও ডুবতে থাকি তোমার প্রেমের ছোঁয়ায়
ভয় হয় যদি হারিয়ে ফেলি কখনো জনসমুদ্রের বন্যায়

ভালোবাসা আঘাত করে কথায় বা অভিমানে
দূরত্বও কখনো আলোকবর্ষ ভালবাসার বন্ধনে
অভিমানী ভালবাসা কখনো উষ্ণ আলিঙ্গনে
যখন সাঁঝবাতি আর জোনাক জ্বলে মেহেক গগনে

লড়াই করি মনের সাথে যখন কোন কারনে সঙ্ঘাত
ঠিক ভুলের মাশুল গোনে বিবেকের তাড়নায় আঘাত
অভিমান যখন ঘনীভূত হয়ে ঝড়ের পূর্বাভাস জানায়
ভালোবাসার রহস্য উদঘাটনে জীবন অনন্তকাল অপেক্ষায়