স্বর্ণদীপের পক্ষ থেকে সুন্দরবন ব্যাঘ্র বিধবা তৃতীয়বর্ষপূর্তি।

0
3575

সুন্দরবন, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতবর্ষের মানচিত্রে বৃহৎ একটা অংশ জুড়ে আছে সুন্দরবন।যেখানে রয়েল বেঙ্গল টাইগার সবচেয়ে বিখ্যাত।এই নদী মাতৃক সুন্দরবনের গভীর জঙ্গলে বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য তারা প্রতিনিয়ত জঙ্গলে যায় মাছ, কাঁকড়া, মধু, মিন সংগ্রহ করতে। বাঘের আক্রমণে মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।দুবেলা দুমুঠো খাদ্যের সন্ধানে হারিয়েছে তাদের পরিবারকে। সেইসব নিঃস্ব পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্বর্ণদীপচ্যারিটেবলট্রাস্ট।
তারা প্রতি মাসে মাসে চালু করলেন মাসিক বিধবা ভাতা প্রকল্প আজ তার তৃতীয় বর্ষপূর্তি পূর্ণ হলো।
এই বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যেক মায়েদের হাতে মাসিক ব্যাঘ্র বিধবা ভাতা অর্থাৎ চেক ও নতুন বস্ত্র তুলে দিলেন স্বর্ণদীপ টীম।
প্রতিমাসে এই সহযোগিতা পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেললেন।এবং দুহাত ভরে আশীর্বাদ করলেন স্বর্ণদীপ টিমকে। গতবছর কিছু বিধবা মায়েদের সংখ্যা বাড়ানো হয়েছিল আজ তৃতীয় বছর ব্যাঘ্র বিধবা সংখ্যা বাড়ানো হলো। ভগবানের কাছে করো জোরে একটাই প্রার্থনা বিধবা মায়েদের সংখ্যা আর বাড়িয়ো না।
সকল মায়েদের চোখের জল মুছিয়ে পাশে থাকার অঙ্গীকার করল টিম কর্তৃপক্ষ।
লাক্স বাগান পরশমনি গ্রামে বেশকিছু অসহায় মায়েদের কোনরকম সাহায্যের হাত এখনো পযর্ন্ত পৌঁছায়নি স্বর্ণদীপ টীম সেইসব বিধবা মায়েদের পাশে সর্বদা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here