উষ্ণতার খোঁজে : অমিয় চৌধুরী।

0
504

কত শত শীত বস্ত্রের আবরনে,
উষ্ণের বারতা জানান দেয়
আজকের ফ‍্যাশান,
গরীব রামু,
শীত বস্ত্রের বারন্তে
দাঁতের পাটি
মিউজিক বাজায়।
ছেঁড়া কাঁথায় জড়িয়ে
তার ছোট্ট মেয়েটাকে
উষ্ণতার দিশারে।
কুয়াশাছন্ন রাতে
শীতল পরশ হানে
ছাউনীর ফাঁক দিয়ে।
কত শত যোজনা
পাড়ি দেয়
এদিক থেকে ওদিকে
কোনটাই জোটেনা
রামুর ভাগ‍্যে।
এক রাশ আশা নিয়ে
দাঁড়ায় রামু
এখানে সেখানে।
সাহায‍্যের হাত ?
এখন আর লম্বা হয়না
এই সব আজ বাড়ন্ত,
ভাবে শুধু আজ
কবে হবে
নুতন সূর্যোদয়
উষ্ণতার দিশারে।

********

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here