মহিমা :: উজ্জ্বল সামন্ত।

0
548

সাধারণ ঘরের বেকার ছেলে
পার্টির কাজে হন্য হয়ে ঘুরে মরি
ভবিষ্যৎ তাও প্রায় অন্ধকারে অনুভব করি
কল কারখানা বন্ধে স্বপ্ন দেখিনা চাকরি-বাকরির

উন্নয়নের জোয়ারে গা ভাসাই যদি কিছু মেলে
কাটমানি আর সিন্ডিকেটে সংসার যায় চলে
গরীব মূর্খ মানুষকে বোকা বানাই নিজের স্বার্থে
দল বেঁধে গুছিয়ে নেওয়ার খেলা চারিদিকে চলছে

সাপ্লায়ার এর ব্যবসায় নেমেছি ইট বালি রড পাথর
আবাস যোজনার মাল দিয়ে কামাই হচ্ছে ভালই
নিন্দা কুৎসার ধার ধারিনা না দাদার হাত আছে মাথায়
এ ছাড়া উপায় নেই জীবনটা কি করে আর চালাই?

দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া নিত্যপয়োজনীয় দ্রব্য পেট্রোল
দামের রাসে টান পড়ে না টাস্কফোর্সের নেই কন্ট্রোল
ফোরের সঙ্গে হাত মিলিয়ে ভালই হচ্ছে কামাই
জনগণ অন্ধ সব দেখেও কেমন যেন বোকা বনে যায়

প্রকল্পের টাকায় ভাগ বসাই গড়তে হবে ফান্ডিং
সবটাই কি সবার জানা ভেতরের আন্ডারস্ট্যান্ডিং
আমরাই দাদা আমরাই ভরসা দল চালাই আমরাই
খাঁটি মানুষ কজন আছে ১০০ তে ৯০ জন বেইমান

ভাওতাবাজির প্রতিশ্রুতির বন্যায় এলাকা ভাসে ভোট এলে
করজোড়ে প্রার্থী দাদারা ভ্যানিশ ভোট পর্ব মিটলে
আমজনতা সাধারণ ই থাকে বদলায় না অবস্থা
আমার পোড়া দেশে ঠকবাজ যোচচর রাই ভরসা

ভোটের দিন সকাল থেকেই আতঙ্কে থাকি দিনভর
বোমা গুলির আওয়াজে জনগন ভীতসন্ত্রস্থ দাররুদধ
ছাপ্পা যদি দিতে পারি যুব সম্পাদকের পদ বাঁধা
ভোটের মহিমা সাধারণ মানুষের কাছে নিছক এক ধাঁধা…