অপূর্ব পরিহাস : কমলিকা দত্ত।।

0
578

বহু বার্ষিক পেরিয়ে এসে
কোন এক সন্ধ্যায়
আমার একাকী উপত্যকার নির্জন পাদদেশে
কেউ আবারো জানতে চায়
কেমন রয়েছি আমি?
কেমন থাকব সেই আগামীর ভোর দেখেনি যে রাত,
সে তো যাবৎজীবন অর্ধগোলকে বেঁধেছে নিজের পৃথিবী…
কক্ষপথে উড়ো অনুভূতি ধূমকেতু হয়ে আসে
অনাবশ্যক সৌজন্যতা আবারো জানতে চায়
কেমন রয়েছি আমি!!
আমার অতীতের কারিগর– বর্তমানের দায়ভারহীন
প্রশ্নসূচক চিহ্ন…
করে বিস্মিত এক নিষ্পাপ পরিহাসে!
থাকবার কথা ঠিক কেমনটা ছিলো?– আজ নাগালের বাইরে
কেমন রয়েছি?– ঠাহর করতে পারাটাও বড় কঠিন
উত্তর এসে প্রশ্নকে করে অবাক আলিঙ্গন
অকালের ঝড় দূর্যোগই বয়ে আনে
নৈঃশব্দ্য গর্জায় ভাঙা পাঁজরের গা ঘেঁষে
ভগ্ন প্রাচীর ভাঙাও যায় না আর
এমন উত্তরহীন প্রশ্ন কখনো সৎ উত্তর পায়?
বহু স্রোত গেছে বয়ে
এখন শাখানদী আর উপনদী এসে বহতা শরীরে মিশলেও
মূলস্রোতখানা সারমর্মেতে সমাপ্ত মোহনায়।।