কবির দাম্পত্য : চিরশ্রী দেবনাথ।

0
531

কবির দাম্পত্য দেখি
যেন আশাবরীর বিভাটি, তাল, লয় ছন্দ হারায় হারায়
একটি মোমশরীর এবং তার ঠান্ডা গলে যাওয়া,
উষ্ণতা ফেলে যায় তবু
লিখে যেও কবি সেসব ঝড়ের ঠিকানা
যারা বলে গেছে, এ জন্মে অগম্য, তুমি ও সে
তাই বুঝি তুমি লিখে গেলে অসুখের কবিতা
দুর্বল ডালপালায় মিথ্যে সন্ধ্যা ও গ্রীষ্মকালীন শিশিরপাত।