প্রেমিক vs স্বামী : উজ্জ্বল সামন্ত।

নারী স্বপ্নের পুরুষ খোঁজে মনের গভীরে
সহজে হয়তো প্রেমে পড়ে না পুরুষের নিরিখে
নারী যতই হোক সহজ-সরল অবলা
প্রেমে মন দেওয়া নেওয়া? ভালোবাসে পরখে

ভালোবাসার বন্ধন সম্পর্ক আগলে রাখে
বুকে মাথা রেখে ভরসায় আশ্রয় খোঁজে
প্রেমিক যদি স্বামী হয় কেমন হবে জীবন
ভালোবাসা সংসারী দায়িত্বের কর্তব্য পালন

প্রেমিক ও স্বামীর পার্থক্যটা প্রশ্ন করে মন
ভালোবেসে সব বিলিয়ে যদি না হয় আপনজন
সামাজিক প্রথায় বরমালায় করবে তুমি বরণ
প্রেমিক যদি নাও হয় জীবনসঙ্গী সেই জন

প্রেমিক যদি স্বামী হয়ে প্রেম যায় কমে
উৎকণ্ঠায় বিষন্ন মন কেবলই প্রমাদ গোনে
স্বামী যদি প্রেমিক না হয় তখন কি হবে ?
স্বপ্নগুলো মিথ্যে হয়ে মরচে ধরবে বুকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *