এই যে কেমন বসন্ত ও পলাশ , ঋতুবদলের সকাল
তোমার ভাষায় ছড়ানো আমার মধুগ্রাস
ক্ষত, দাগ, ভাঙন, মিলন নাও তোমার দুহাতে
দীঘল কিশোর দাঁড়িয়ে থাকো এই সমাগত বিপ্লবে
তরুণ হাতে তুলে নিচ্ছি কলম সঘন সকালে
কেমন পাগল, দুর্বার অশ্ব জঘনে জঘনে
লিখে দিচ্ছি দূষণ, হিংসা, ভয়, নিঃসঙ্গতা
আমার ভাইের রক্তে… ঝলকে ঝলকে
তাজা তাজা রক্তে ফুলে উঠছে গ্রীবার নিজস্ব অভিমান
বাজ পাখির চক্ষু আমার, যুদ্ধ ও বিদ্রোহ ঠোঁটে
উড়ে যাই হাজার মাইল লঘু উপত্যকা, গিরিবর্ত্ম।
যেখানে ভাষার রুদ্ধশ্বাস মুক্তি,
সেখানে আমারো গৃহ হয়, খোলা বাতায়ন …