ফেরা : মধুপর্ণা বসু।

0
346

একটা নিশানা ধরে ফিরছি আমি,
কয়েকটা ভালবাসা ভরা মুখ, মা শব্দটার অলৌকিক জাদুর টানে নিবিড় দুটো করুন চোখ,
পুরনো হলদেটে খাতায় স্মৃতির হাতছানি-
সেই সোনার ক্ষেত, উন্মুক্ত মাঠে ছুট,
ভোরের কোকিলের ডাক, লাঙ্গলের
একটানা শব্দে কেমন চেনা ভাষা।
মায়ের হাতে ঢেঁকির তাল আর আম চুরিতে  মুখরিত কিশোর প্রাণ।
এইসব পুরনো ছবির সাঁকো ডিঙিয়ে শুধু সেই চেনা শব্দের ঢেউয়ে ফিরছি আমি।
কচুরিপানার পান্না সবুজ আর পানকৌড়ি  পাখায় গোধূলির রঙ,
আলতো ঘোমটায় হাতে তুলসীতলায় পিদিম, শাঁখের ধ্বনিতে যেন জীবনের প্রথম বোল,
নবান্নের নতুন চালের গন্ধে, গাজনের সঙ
ঘুমন্ত চোখে স্বপ্ন আঁকে।
তাই ক্লান্ত পায়ে ফিরছি জন্মমায়ের ভিটেয়।
আর কেন যেতে বল? জীবনের শেষ ক্ষণে, কয়েকটা মায়া ভরা ঠোঁট, আকুল হয়ে কিছু বলতে চায়, সে আমার প্রথম শেখা বুলি
আমার প্রাণের ভাষা..
সেই নিশানা ধরে একবার নিজের
শিকড়ের কাছে ফিরছি আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here