বাংলা ভাষা : উজ্জ্বল সামন্ত।

0
402

বাংলা ভাষা বাঙালির গর্বে
ভাষা আদান-প্রদানের ভাব বিনিময়ে,
বাংলার ভাষা সংস্কৃতি আঁকড়ে
মৈথিলী থেকে আমার অহংকারে

বাংলা ভাষা সুমিষ্ট স্বয়ং সম্পূর্ণে
ভাষা শহীদের আন্দোলনে
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে
কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠে।

বাংলা ভাষায় “মা” ডাকে জননী স্বরূপে
“ভারত মাতা কি জয়”, “বন্দে মাতরম”ধ্বনিতে,
বাংলার পরিচয় মহান মনীষীদের আত্মত্যাগে
ভাষা আন্দোলনে অমর একুশে

হৃদয় ছুঁয়ে যাওয়া ভাবের আবেগে,
কীর্তিমান ভারতে ও সমগ্র বিশ্বে
সুপ্রভাত হয় বাঙালির আজও
রবীন্দ্রসঙ্গীত বা শ্যামা সংগীতে

বাংলা একদা ভারত দর্শনে
বাংলা ভাষা বাংলায় স্বপ্নে
মাতৃভূমি জন্মভূমি কর্মভূমি হয়ে
দেশের জাতীয় সংগীতে পৃথিবীর শ্রেষ্ঠে