বাহান্নর একুশ : ড.নির্মল বর্মন।

0
1236

ঊনিশশ আটচল্লিশ প্রখর রোদের মার্চ মাস!
জিন্না সাহেবের ফরমান.,….
কোন ভাষা থাকবে না  ,উর্দুই রাষ্ট্রীয় ভাষা
স্বৈরাচারী শাসক বাহিনীর লাল নজর
গগনে গরজে আপামর বাঙালির জনাদেশ
হিন্দু মুসলিম সর্ব ধর্ম সার
শোনিত স্রোতে নিজস্ব গতিতে
সোনার বাংলার অলিতে রাজপথে
লেখা হলো মাতৃভাষা প্রানের উচচারণ
সেনানী যুবক, আবাল বৃদ্ধ বণিতা
রুখে দিলো ,মানি না উর্দু, বাংলা মাতৃ ভাষা
উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি স্বৈরতান্ত্রিক অত্যাচারে প্রতিধ্বনি ভাই ভাই
বরকত,রফিক, জব্বার শহীদ ভাই সেলাম
সালাউদ্দিনের ভাষার ধ্বজা উড়ছে পতপত
সৌন্দর্যের ফুলগুলো পড়লো ঝরে
ভাষার ঊষাকাল জাগ্রত শরীরের
রক্তে রঙিন টলমল  রাজপথ
বৃথা হয়নি বাঙালীর সুদৃঢ় শপথ ।