ব্যকরণ : মহুয়া গাঙ্গুলী।

0
431

আলো আঁধারির খেলায় মেতে মন মাতাল !
আঁকড়ে থাকার ইচ্ছেগুলো আজও‌‌ গোপনে আপন.. সময়স্রোতের ধাক্কায় নড়বড়ে মাস্তুল এক জীবন তখন ;

এক পরিণত কাঠামো মনে মনে বলে মাটি লেপনের গল্প….মাটির কাছ ঋনী সে ফিনিক্সের অবশেষ দহন জ্বালার সুখে !
ভুঁইফোড় হলেও মাটির সোঁদা গন্ধের সবটুকু তার গা’ময়..
মেটে রঙ আদিম পরিচয়ে আত্মীকরণ ;

ক্যানভাসে তুলি ভেজা অবয়বী বিশেষণ,
বিবর্ন হলদেটে খসখসে ঝোপের আড়ালে সবুজের উঁকিঝুঁকি শুধু শুরুর কথা বলে ।
চলমান ধমনীতে সবুজের আনাগোনা ভূমিসূতা হয়ে ওঠে‌ :

যতটা ভাসাই ততটা কি গাঙের ভাষায় জলতরঙ্গে ঢেউ তোলে..!
ভাসি সাদা পাতায় ভাষার আঁকিবুকি কথকতার কলমি হয়েই…
ভাসাই যদি নাও কখনও নদের ভাষায় !
যাবে তো আমার সঙ্গে ব্যকরণ হযবরল হলেও…!