গোপন কথা : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
609

বিকলাঙ্গ ফুলদানিটায় হাত
চলে যায় বারংবার,
মনের প্রতিটি কোনে বাজে
উচ্ছল এ কেমন গান?
প্রথম যেদিন বাইক কেনে
বললো আমায় উঠে এসো;
কুণ্ঠা ভরা চোখে ভাবি……
তারিখটা কি? মাসটাই বা…
ফেব্রু়য়ারির চোদ্দো ছিল
মনকে ছোঁয়ার প্রথম ধাপ।
কলেজ শেষে দুজনেতে
দুষ্টুমিতে উঠলো মেতে।
নতুন চমকে ভাসিয়ে দিয়ে
রাস্তা বেঁকে, রাস্তা ঘুরে……..
আচমকা এক ব্রেকের চাপে
মনে হয়েছিল কি লজ্জার!
কাছে পাওয়ার সুগন্ধ
আজও আছে মনে……
দ্বিতীয় পাওয়া সেদিনের সেই
ঝিনুক সেটের অলংকার
আনলো মনে অহঙ্কার।
তৃতীয় ছিল ঠোঁটের কথা
পরস্পরে আনমনে
সেসব কথা করে আনমনা,
এখন আমি বেঙ্গালোরে
সব সম্পদ সঙ্গে নিয়ে
কলকাতাতে বন্ধু আমার
প্রেমিক বলি তারই চেয়ে;
ভিডিও চ্যাট, ল্যাপটপে তাই
চলতেই থাকে চোদ্দর প্রেম।।