অপেক্ষা আগামীর : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
526

ভুলেই ছিলাম কাজের ঝোঁকে
পেরিয়ে এসেছি কত বিরহী রাত
মন ছুঁয়ে ছিল ভাঙ্গা মন্দিরের স্মৃতি
গোধূলির সন্ধ্যারতির সৌন্দর্য্য।
সন্ধ্যায় ঘরে ফিরে সেতারের মিড়
আজ সযতনে নিচ্ছে বিশ্রাম সে তার
পা গুলো আর গুছিয়ে বসতে চায়না
হয়ত এটাই ছিল ভবিতব্য।
আমার কর্তব্য আজ শেষ মনে হয়,
দেখলাম কত নূতন কারিগরি সৃষ্টি
কত গণতন্ত্রের যজ্ঞকাণ্ড আর তাণ্ডব
কর্তব্যে কখনও হয়নি কোনও ফাঁকি
প্রতিবাদে, নিষ্প্রয়োজন মানুষ
কর্মচ্ছেদে বিরতি হয়েছে বছরের
আবারও যোগদান অন্য কোথাও।
সংসারে আপন থাকা যায় ততদিন
যতদিন থাকবে সুউপায়ী ।
দেখেছি সুনামি, আয়েলা, আম্ফানের
মত ভয়াবহ দুর্যোগের তাণ্ডব
দেখেছি করণার মৃত্যুমিছিল।
দেখেছি আঁধারে প্রদীপ জ্বালানো
আলো ছায়াতে
কেটে গেছে পুজোর পাঁচটা দিন
আবার আনন্দে মেতেছে সবাই,
কাজের ঝোঁকে দিন
গেছে শুধু তোমায় ছাড়া।
করিনি কোনও প্রার্থনা,
আর তো তা হয় না।
কাজের মাঝে দেখেছি প্রকৃতি
দেখেছি পাহাড়, ঝর্না, সূর্যোদয়
সবের মাঝে শুধুই তুমি উপলব্ধি করিনি।
আজ মনে হয় সব কর্তব্য বুঝি শেষ
বসে থাকি এক অপার মুগ্ধতায়
অপেক্ষায় অতলান্তের আহ্বানের।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here