আশার ছলনা : মহীতোষ গায়েন।

0
438

একটা আশা বাতাসে উড়ছে
একটি চরছে আকাশে,
একটি আশা রাজনীতি করে
একটি হচ্ছে ফ‍্যাকাশে।

একটি আশা ভোট ময়দানে
একটি শুধুই খাচ্ছে,
একটি আশা রাহাজানি করে
রিগিং করতে যাচ্ছে।

একটি আশা যাচ্ছে প্রচারে
একটি করোনা ভুগছে,
একটি আশা খিদের জ্বালায়
ফুটপাতে পড়ে ধুঁকছে।

একটি আশা প্রেম করে মরে
একটি সাজায় বাসর,
একটি আশা সব লুঠে নিয়ে
বসায় নাচের আসর।

একটি আশা স্বপ্ন দেখাচ্ছে
একটি সুবিধা তুলছে,
সমস্ত আশা উঠেছে সাঁকোতে
সাঁকোটা ভীষণ দুলছে।

একটি আশা এগিয়ে আসছে
সুখ শান্তির জন‍্য,
সব আশারা অপেক্ষায় থাকে
আমজনতা ধন‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here