ফিরে এসো একবার : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
466

সমুদ্রের নোনা গন্ধ মেখে
আর একবার ফিরে এসো কালবৈশাখী
নারী মনের মত দোটানায় থেকো না
দূরে সরে যেতে যেতে হারিয়ে যেতে পারে
তোমার চেনা শহর, গ্রাম,মানুষেরা;
আত্মজনের কান্না ধুতে এসো একটিবার।
তৃষ্ণাতুর, আতঙ্কিত, মানুষ আমরা
ঝুড়ি ভরা ভরা সবুজ নিয়ে বসে আছি
তুমি আসবে বলে।
তুমি আসবে বলে কোকিল
আজও ডেকে চলেছে;
তুমি আসবে বলে অপেক্ষায় অনেকেই।
রাত্রির অন্ধকারের আঘাত,ক্ষত, ধুইয়ে দিতে এসো একটিবার।
অসহিষ্ণু বৈশাখীর তৃষাতুর গাছেরা
রক্তে আগুন জ্বালা সোহাগে
নূতন বছরে তোমাকেই চায়;
আকুল দৃষ্টি আকাশে খোঁজে
নিঃশঙ্ক চাতক।
সে তোমার আগমনী সংবাদের সাথে
আনবে ভীত,কুণ্ঠিত,আশঙ্কিত
সমাজে তৃপ্তি, শান্তি, দুশ্চিন্তার মুক্তি।
একবার ফিরে এসো কালবৈশাখী;
আর একটিবার ফিরে এসো।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here