কবিতা : কথা অন্তহীন।

অরণ্যের আজো সেই গান আছে..
কলতান আছে দেখ পাখিদের,
তেমনি অনন্ত একই আকাশ
আজো দেখ মাথার উপরে,
পুরাতন আঁধারকে সাথে করে
চেনা আলো তেমনি খেলা করে,
তবু তো হলনা শেষ আমাদের কথা
কত কথা বাকি হয়ে গেল আজো..

এমনি করেই বেলা পড়ে এসেছিল,
আর জনমেও হয়নিকো কথা শেষ।
জীবন যে ছোটো হয় বয়সের থেকে
সে কথা সম্যক বুঝিনিকো বলে,
আরো ছোটো হয়ে যায় আমাদের
মুখোমুখি বসবার স্বর্ণালী ক্ষণ।

এবারেও উঠবার সময় হয়ে এলো
দীঘল আঁধার দেখ ঘিরেছে চারপাশ,
যা কিছু বলার ছিল, রয়ে গেল বাকি
দ্বার বন্ধ হওয়ার কথা বলেছে গোধূলি।

—————–
কাজী নুদরত হোসেন
(নলহাটি -বীরভূম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *