যক্ষপুরী : ঝুমা মজুমদার চৌধুরী।

0
500

বটের ঝুরি বেয়ে ভোর ফিরে গেলে
রোদ ওঠে না আর
যক্ষপুরীতে ঘোর অন্ধকার

লোহার জালের আড়ালে
ছিপ হাতে বসে আছে কারা যেন
এদিকে নিমতলা নিভছে না
ধাপার মাঠে লম্বা লাইন
ভেন্টিলেশন এ আছে বৈশাখের সূর্য

হাসপাতালের বাইরে রঞ্জন ধুঁকছে
নন্দিনী হন্যে হয়ে দরজায় দরজায় ছুটছে
একটু শ্বাস বায়ুর জন্য

যেভাবেই হোক রঞ্জন কে বাঁচাবে নন্দিনী l