চলো পাল্টাই ::: উজ্জ্বল সামন্ত।।।

0
460

কলমের আঁচড়ে সৃষ্টি লুকিয়ে ধ্বংস তো নয়
কলমের কালি উজ্জ্বল হয়ে পাতায় ফুটে রয়
সত্য মিথ্যা প্রতিশ্রুতির বাস্তবায়ন কি হয়?
জনগন নিরীহ শান্তিপ্রিয় নির্বোধ তো নয় !

বিজয়ীর বিজয় উৎসব বন্ধ কি হয়?
মহামারীর আতঙ্ক নিঃশ্বাসে মিশে বিষ রয়
অক্সিজেন জীবন দায়ী কালোবাজারি নয়
কখন ভাঙবে ঘুম জেগে ঘুমিয়ে কেন রও?

পরিবর্তন/ প্রত্যাবর্তন যাই হোক না কেন
কলকারখানার তালা ভাঙবে? খুলবে যেন
শিক্ষিত বেকার যুবক-যুবতী আশায় বাঁধে বুক
ভাতা নয়, সম্মানের ভাত খেটে রোজগার জুটুক

স্বাস্থ্য এখন সবার আগে তারপরেই শিক্ষা
অন্ন বস্ত্র বাসস্থান শান্তিই একমাত্র ভরসা
ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম
মানবতা মনুষ্যত্ব সহমর্মিতা দেশের বিকাশই কর্ম…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here