মন বন্দী : দুলাল সিংহ।

0
470

আকাশটাই আজ কালো
করছে জ্বলজ্বল মাঝে থাকা শুধু ঐ একবিন্দু আলো।
‘টুকু’-র লেখাটা পড়েই মনটা যেন ভার
গৃহবন্দী – লড়ছে সবাই,
তবুও কারো জিত বা কারো কেন বা হার।

সান্টাং কি ঘুমোচ্ছে না করছে খেলা
শুনব পরে, খবর লিখতেই গড়িয়ে যাচ্ছে যে বেলা।
হঠাৎ মুঠো ফোনের ওপাড়ে বাবা বলে ডাক আদো সুরে
হয়ত জানতে চায় সে-ও, কেন আমি দূরে।

দম নেই ব্যাটারিতে, বন্ধ ঘড়ি
একঘরেতেই এখন কর্ম আমার
মাঝে শুধু খাওয়া ক্যপসুল অথবা বড়ি।

মনবন্দী আজ, ফের খুঁজি তোরে আকাশ পানে
উধাও আলো, মেঘের ঘোমটায় মুখ ঢেকে যায় তোর,
তবুও গুনছি প্রহর
কখন হবে মোর অপেক্ষার ভোর
কখন হবে মোর অপেক্ষায় ভোর।।