তোমার প্রেমের গানকেই :: মীনাক্ষী বন্দোপাধ্যায়।।

0
483

তোমার প্রেমের সমাধি তীরে
মুসাফির হয়ে রব
সুর হয়ে প্রাণ কাঁদবে যখন
অঞ্জলী ভরে নেবো।

সুখের রাতের স্বপ্ন তোমার
চোখ মুছিয়েও আনে জল
চাউনী ঝরা রূপ দিওয়ালী
রাতকে টলায় টলমল ।

বিরহ তোমার গেরুয়া শাড়ী
আঁচল বিছালো আকাশে
লহমায় আঁখি ভরে ওঠে
যেন মন ওড়ে প্রেম বাতাসে।

এক জনমের ভালোবাসা জেনো
ইন্দ্রধনু রচে না,
তোমার গানেই শিখে নিলাম
থাকতে হবে হৃদয় পদ্মে আসিনা।

ফুল কিশোরীর রিনিরিনি সুরে
গগনের মেঘ দোলাও
আঘাতের পর পরশ ঢালো
নিশিদিন কাঁদিয়ে ভোলাও।

বাজাও তোমার পাঞ্চজন্য
আবার পার্থসারথী
প্রেমের মন্ত্রে দীক্ষিত করো
সত্যের হোক আরতী।