সম্পর্ক : প্রবীর সেন।

0
466

মাঠ পেরিয়ে মন পেরিয়ে
সম্পর্ক যায় দূরে ,
তবুও কোথাও অতীত বাঁচে
সেসব আঁকড়ে ধরে ।

বৃষ্টি জলে ভিজলে শরীর
সব পড়ে যায় মনে,
অলক্ষ্যেতেই জল মুছে নেয়
চোখ ও অভিমানে ।

কান পাতলে আজও সেসব
নিকট থেকে শুনি ,
সঙ্গে থেকেই স্মৃতিরা সব
হেঁটে বেড়ায় জানি ।

কাজের চাপে যাই ভুলে যাই
নাকি ভুলতে শিখি?
ফস্কে যাবার ভয়েই তবে
আঁকড়ে ধরেই থাকি ।

কিন্তু কিছু সম্পর্ক
অল্পতে ভঙ্গুর…
সারা জীবন তাইতো সেসব
আজও কেমন দূর ।

দূর না নিকট তুমি জানো
কোনটা ভালো ঢের ?
যায়নি খোলা তাইতো আজও
পায়ের বাঁধা বেড় ।(বেড়ি)